About Us – CoachRony Academy
CoachRony Academy একটি আধুনিক অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম যেখানে আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে মানুষকে নতুন দক্ষতা অর্জন ও নিজস্ব ডিজিটাল প্রোডাক্ট ব্যবসা গড়ে তুলতে সাহায্য করি। আমাদের লক্ষ্য হলো তরুণ প্রজন্মকে (২০–৩৫ বছর বয়সী) শূন্য থেকে শুরু করে অনলাইন জগতে নিজেদের ক্যারিয়ার ও ব্যবসা দাঁড় করানোর পথ দেখানো।
আমরা বিশ্বাস করি—সঠিক জ্ঞান, সঠিক টুলস আর সঠিক গাইডলাইন থাকলে যে কেউ নিজের ব্র্যান্ড তৈরি করতে পারে, ডিজিটাল প্রোডাক্ট বানাতে পারে এবং অনলাইনে আয়ের সুযোগ তৈরি করতে পারে।
আমাদের মূল কাজগুলো
AI ব্যবহার করে কনটেন্ট ক্রিয়েশন শেখানো ই-বুক, অনলাইন কোর্স ও ডিজিটাল প্রোডাক্ট তৈরি করার ট্রেনিং ব্র্যান্ডিং, মার্কেটিং ও বিজনেস অটোমেশন সাপোর্ট দেওয়া AI-চালিত টুলস ব্যবহার করে সময় ও খরচ বাঁচানো শেখানো
Vision
“Empower People with AI” – আমরা চাই বাংলাদেশসহ সারা বিশ্বের তরুণরা AI–এর শক্তি ব্যবহার করে নিজের দক্ষতা ও ব্যবসার ভবিষ্যৎ গড়ে তুলুক।
“To inspire a global movement of happiness by transforming the way people perceive it, and to create a healthier, wealthier, and more meaningful world where everyone can live with joy, purpose, and prosperity.”
আমাদের উদ্দেশ্য
“To empower individuals to unlock true happiness and financial freedom through powerful coaching, mentoring, and learning experiences — creating positive ripple effects that last for generations.”
আমরা কী করি
CoachRony Academy বিশ্বাস করে—সুখ শেখা যায়, অনুশীলন করা যায় এবং ছড়িয়ে দেওয়া যায়।
আমরা মানুষকে শুধু সফল হতে নয়, বরং খুশি, সুস্থ ও সমৃদ্ধ জীবনযাপন করতে সহায়তা করি।
আমাদের মূল কার্যক্রম:
Transformational Training – জীবন ও কর্মক্ষেত্রে স্কিল ডেভেলপমেন্ট
Personal & Professional Coaching – লক্ষ্য অর্জনের জন্য পার্সোনাল গাইডলাইন
Strategic Consultancy – ব্যবসা ও ক্যারিয়ার উন্নয়নে সহায়তা
1-on-1 Mentorship – ব্যক্তিগত সাপোর্ট ও ডিপ গাইডেন্স
Happier Media – পজিটিভ কনটেন্ট ও অনুপ্রেরণা
Business Incubation Hub – নতুন উদ্যোক্তাদের ব্যবসা শুরু ও বৃদ্ধি
Community Learning Circles – শেখা ও সহযোগিতার জন্য কমিউনিটি ভিত্তিক প্রোগ্রাম
Happier School Programmes – শিশু ও তরুণদের জন্য সুখ-ভিত্তিক শিক্ষা
CoachRony Happiness Model
আমরা একটি ৭-স্তম্ভ ভিত্তিক হ্যাপিনেস মডেল তৈরি করেছি, যা মানুষের জীবনের প্রতিটি দিককে স্পর্শ করে:
Emotional Wellbeing – সব আবেগ স্বাভাবিক; আনন্দ ও বেদনা মিলিয়েই জীবন পূর্ণ হয়।
Mental Wellbeing – সুস্থ মানসিকতা সিদ্ধান্ত ও সম্পর্ককে শক্তিশালী করে।
Physical Wellbeing – স্বাস্থ্যই দীর্ঘস্থায়ী সুখের মূল চাবিকাঠি।
Occupational Wellbeing – কাজে উদ্দেশ্য ও সন্তুষ্টি পাওয়া।
Financial Wellbeing – আর্থিক স্বাধীনতা সুখ ও নিরাপত্তা নিশ্চিত করে।
Educational Wellbeing – জ্ঞান ও শেখার মাধ্যমে জীবন সমৃদ্ধ হয়।
Relational Wellbeing – গভীর ও প্রীতিশীল সম্পর্ক সুখের উৎস।
CoachRony Academy (www.coachrony.com) এ আমরা বিশ্বাস করি, সুখ শুধু অনুভূতি নয়, এটি একটি জীবনযাপন পদ্ধতি। আমাদের লক্ষ্য প্রত্যেককে এমন জীবন গড়ে তুলতে সহায়তা করা যেখানে তারা হবে খুশি, সুস্থ, সফল ও সমৃদ্ধ।